বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মোহনপুর নৌ ফাঁড়ির এএসআই মানিক এ তথ্যটি জানিয়ে বলেন, গত রাতে মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩ জন যাত্রীকে দেখতে পেয়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌপুলিশের সদস্যরা স্পিডবোটযোগে তাদের গতিরোধ করে ও  ট্রলার তল্লাশি করে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ দেখতে পায়। 

বস্তা খুলে নৌপুলিশের সদস্যরা বস্তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে গাঁজা দেখতে পায়। তাৎক্ষণিক আমরা ট্রলারে থাকা ৩ মাদককারবারি, ৪৪ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহূত ট্রলারটি জব্দ করি। 

এ ব্যাপারে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, জব্দকৃত গাঁজা ও আটক ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে, জব্দকৃত গাঁজার  মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানান তিনি।

টিএইচ